Sunday, May 19, 2019

বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ


বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ।





আজকের সংবাদ ডট কমঃ আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদের উপরেই আস্থা রাখলেন জননেত্রী শেখ হাসিনা।এম এ রশীদ বর্তমানে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি।
গতকাল রোববার (১৯ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এই ঘোষনা দেওয়া হয়।
গত ৩১ জানুয়ারি বন্দর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা নির্বাচনের জন্য বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সালামসহ ৩ জনের তালিকা কেন্দ্রে পাঠানো হয়। সেই তালিকা থেকেই এমএ রশীদকে চূড়ান্তভাবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গত ৯ মে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩১ মে। প্রতীক বরাদ্দের দিন থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জুন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...