Sunday, May 26, 2019

বিষাক্ত সাপের কামড়ে সেনিটেশন মিস্ত্রির করুন মৃত্যু


নারায়নগন্জের বন্দরে বিষাক্ত সাপের কামড়ে
সেনিটেশন মিস্ত্রির করুন মৃত্যু।





আজকের সংবাদ  ডট কমঃ  বিষাক্ত সাপের কামড়ে সেনিটেশন মিস্ত্রির করুন মৃত্যু হয়েছে।
রবিবার সকালে নারায়নগন্জের বন্দর উপজেলার বুরুন্দী বিলে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় সেনেটারী মিস্ত্রি জামাল মিয়াকে(৫০) উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।





নিহত জামাল মিয়া বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মৃত মরন আলী বেপারী ছেলে।





স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, জিবীকার তাগিদে সেনিটেশন মিস্ত্রি জামাল মিয়া বুরুন্দী এলাকার একটি বিলে কাজে আসে।
কাজ করার এক পর্যায়ে বিষাক্ত কিং কোবরা ও গুইসাপের মধ্যে ঝগড়া দৃশ্য দেখে।দুই সাপের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে ঢিল ছুড়লে বিষাক্ত সাপ তাকে ছোবল মারে এতে সে জ্বালা যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ে।
এসময় এলাকাবাসী অজ্ঞান অবস্থায় জামাল মিয়াকে  উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এদিকে জামাল মিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন ঘারমোড়া এলাকায় ভীড় জমায়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...