Sunday, May 26, 2019

সাংবাদিক নিয়োগ


সাংবাদিক নিয়োগ চলছে





"আজকের সংবাদ ডট কম "অনলাইন পত্রিকায় সারাদেশে জেলা, উপজেলা/থানা প্রতিনিধি নিয়োগ চলছে।
১.শিক্ষাগত যোগ্যতা নূন্যতম উচ্চ মাধ্যমিক(এইচ এস সি) পাশ হতে হবে।
২.সাংবাদিকতায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
৩.আগ্রহীকে যেকোন ধরণের মাদক মুক্ত থাকতে হবে।
৪.নিয়োগ প্রাপ্তদের পত্রিকায় বিজ্ঞাপনের ৫০% সম্মানী ভাতা প্রদান করা হবে।
৫.নিয়োগ প্রাপ্তদের সাংবাদিকতার বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের জন্য প্রশিক্ষণের ব্যাবস্থা করা হবে।
৬.আগ্রহী নারীদের ক্ষেত্রে অবশ্যই পরিবারের অভিভাবকের সম্মতিপত্র লাগবে।
৭.লেখালেখি করার জন্য নিজেকে সর্বদা প্রস্তুত এবং দেশ প্রেমের মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে।





আগ্রহীরা নিম্ন লিখিত ইমেইলে ছবি সহ বায়োডাটা/সিভি পাঠিয়ে দিন। ajkersangbad247@gmail.com/ nurnabisonarga@gmail.com অথবা মেসেঞ্জার কিংবা এই নাম্বারে ০১৮১৯-৫৪৯৭৯১, ০১৯২৬-৮৭০৭২৭ যোগাযোগ করুন।










No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...