Tuesday, May 14, 2019

এক মাসে ও সন্ধান মিলেনি নিখোঁজ শিশু রাকিবের।


নিখোঁজের এক মাস পরও সন্ধান মিলেনি শিশু রাকিবের।





বিল্লাল হোসেনঃ সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌরাপাড়া এলাকা থেকে মোঃ রাকিব (১২) নামে তাঁতি শ্রমিক এক মাস ধরে নিখোঁজ রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ নজরুলের বাসায় জামদানী শাড়ি বানানোর কাজে সহকারী হিসেবে কাজ করতো।
গত ০৭ এপ্রিল  ভারগাঁও চৌরাপাড়া এলাকার নজরুলের বাসা থেকে সকালে বাইরে বের হয়,এর পর থেকে সে আর ঘরে ফিরে আসেনি। আশেপাশের এলাকায় ও আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১০ এপ্রিল সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছে মোঃ নজরুল।  যার নাম্বার ৪০৫।





মোঃ নজরুল জানান, নিখোঁজ মোঃ রাকিবের মামা নেত্রকোনা জেলার সন্নাসীপাড়া থানা কলমাকান্দা সুরুজ মিয়া গত এক বছর আগে রাকিবকে জামদানী শাড়ি বানানোর কাজ শেখানোর জন্য তার কারখানার কাজে দেয়।
নিখোঁজ মোঃ রাকিবের উচ্চতা আনুমানিক ৪ ফুট ১ ইঞ্চি গায়ের রং ফর্সা মুখ মন্ডল গোলাকার স্বাস্থ্য মাধ্যম, নেত্রকোনার আঞ্চলিক ভাষায় সে কথা বলে।
তার পরনে ছিল হাফ হাতা শার্ট ও লুঙ্গি। যদি কোনো হৃদয়বান রাকিবের খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৭৯০-৯৩২৪৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...