Tuesday, May 14, 2019

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফার্মেসী হতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ ও জরিমানা


আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের ফার্মেসী হতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ ও জরিমানা।





ইমরান : নারায়ণগন্জের আড়াইহাজার উপজেলায়  ফার্মেসীর মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেন।





১৪ মে, মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।





এ সময় আড়াইহাজারের পৌরসভা বাজারে জাকির ফার্মেসীকে ২০ হাজার,রহমান ফামের্সীকে ১০ হাজার, ডালিম মেডিসিনকর্ণার কে ৫ হাজার ও বিসমিল্লাহ ফামের্সীর মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এবংআল-আমিন ফামের্সীর গোডাউন থেকে প্রায় ৫ লাখ টাকার মেয়াদউর্ত্তীণ ঔষধ এবং সেম্পল জব্দ করা হয়।





নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সোহাগ হোসেনের নেতৃত্বে অভিযানে আরও অংশ নেয় এ্যাসিল্যান্ড উজ্জ্বল হোসেন, ড্রাগসুপার ইকবাল হোসেন, সেনিটারি অফিসার হুমায়ুন ও এসআই রফিক প্রমুখ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...