Tuesday, May 28, 2019

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস পালন


সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস পালন





আজকের সংবাদ ডট কমঃ বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবসে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে
দিবসটি উপলক্ষে সরকারিভাবে এবং বিভিন্ন বেসরকারি সংস্থা নানা কর্মসূচি পালন করে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘মর্যাদা ও অধিকার, স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি সেবায় অঙ্গীকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়।
নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও)ডঃ সজীব মোহাম্মদ রায়হান, ডাঃ মহিউদ্দিন এবং এনজিও প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও নার্স বৃন্দ।
মাতৃ মৃত্যুর প্রধান দুটি কারণ রক্তক্ষরণ ও একলামশিয়া যা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডাঃ হালিমা সুলতানা হক।





উল্লেখ্য সারা বিশ্বে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস হিসেবে ১৯৮৭ সাল থেকে ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ পালন শুরু হলেও মাতৃ স্বাস্থ্যের প্রতি গুরুত্ব ও এর কার্যকারিতা অনুধাবন করে ১৯৯৭ সাল থেকে বাংলাদেশে যথাযথভাবে নিরাপদ মাতৃত্ব দিবস হিসেবে পালন করা শুরু হয়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...