Tuesday, May 12, 2020

সোনারগাঁয়ে বয়ন শিল্পীদেরকে এমপি খোকার ঈদ উপহার


বয়ন শিল্পীদেরকে এমপি খোকার ঈদ উপহার





নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নিজস্ব অর্থায়ণে উপজেলার বয়ন শিল্পীদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার দেয়া হয়েছে।





সোমবার(১১মে)ইফতারে পর বয়ন শিল্পীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করপন এমপির পক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতা আনিছুর রহমান বাবু।





এ উপহার সামগ্রী বুঝে নেন জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত জামদানী প্রর্দশনী মেলায় বিশ্বে বয়ন শিল্পী হিসেবে প্রথম স্থান অধিকারী সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও গ্রামের জামাল হোসেন।





এ সময় উপস্থিত ছিলেন,মাহবুবুর রহমান কামাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতা ফজলুল হক মাস্টার,সাদিপুর ইউনিয়নের জাকির মেম্বার, মাইনুদ্দিন মেম্বার,ইসরাফিল ও মোঃ মতিন মিয়া।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...