Friday, May 1, 2020

সোনারগাঁয়ের প্রথম করোনা আক্রান্ত রোগী আবু বক্কর সুস্থ হয়ে বাড়িতে


সোনারগাঁয়ের প্রথম করোনা আক্রান্ত রোগী আবু বক্কর সুস্থ হয়ে বাড়িতে





নিজস্ব প্রতিবেদকঃসোনারগাঁয়ের প্রথম করোনা আক্রান্ত রোগী আবু বক্কর সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।





শুক্রবার দুপুরে ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা।





নারায়ণগন্জ জেলার সোনারগাঁ উপজেলায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে এ পর্যন্ত ৩২জন করোনা রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সোনারগাঁয়ে প্রথম করোনা আক্রান্ত আবুবক্কর ছিদ্দিক গত ১৩ এপ্রিল উপজেলা বৈদ্যেরবাজার ইউনিয়নে হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় ১৪ বছরের এই মাদ্রাসা ছাত্র আবুবক্কর সনাক্ত হয়।





এরপর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আল মামুনের উদ্যোগে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে প্রেরণ করা হয়। কুর্মিটোলা হাসপাতালে প্রায় ১৭ দিন চিকিৎসার পর ফের তার নমুনা পরিক্ষা করে এসময় সে সর্ম্পূন সুস্থ আছেন বলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। পরে তাকে সেখান থেকে আজ দুপুরে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার দেয়া এ্যাম্বুলেন্সে করে বাড়ি আনা হয়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...