Saturday, May 16, 2020

সোনারগাঁয়ে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু


সোনারগাঁয়ে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু





তায়িন আহম্মেদ রাতুলঃনারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।





শনিবার(১৬মে)দুপুর ১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ তার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।





মারা যাওয়া ওই নারীর বয়স ৪৬ বছর। তিনি বাড়ি চিনিশ এলাকার মেজবা উদ্দিনের স্ত্রী ও বাড়ীচিনিস এলাকার বিল্লাল হাজ্বীর বোন নারগিস বেগম।
জানা গেছে,কয়েক দিন যাবত ঠান্ডা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন বলে জানা যায়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান,তাঁর জ্বর ও শ্বাস কষ্ট ছিল,করোনা পরীক্ষার জন্য ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...