Tuesday, May 12, 2020

রোজাদারদের সাথে ইফতার করে জন্মদিন পালন করলেন যুবদল নেতা নোবেল মীর


রোজাদারদের সাথে ইফতার করে জন্মদিন পালন করলেন যুবদল নেতা নোবেল মীর





সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ নোবেল মীর তার জন্ম দিনটি পালন করলেন ভিন্নভাবে।
১২ মে মঙ্গলবার সন্ধ্যায় নোবেল মীর তার নিজ এলাকা শম্ভুপুরা ইউনিয়নে ছয়শত রোজাদার ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করে দোয়ার মধ্য দিয়ে নিজের জন্মদিনটি পালন করেন।
জানতে চাইলে নোবেল মীর বলেন, আমি প্রতিবছরই আমার জন্মদিন পালন করে থাকি, তবে আমার জন্মদিন পালন করাটা একটু ভিন্ন। তিনি বলেন, আমার জন্মদিনে প্রতিবছরই কোন না কোন মাদ্রাসায় অথবা এতিমখানায় গিয়ে দোয়ার মধ্যদিয়ে পালন করি, এ বছর করোনায় লক-ডাউন থাকার কারনে মাদ্রাসা বন্ধ থাকায় সেটা আর সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, রোজাদারদের ইফতার করাতে পারলে স্বয়ং আল্লাহপাক খুশী হন, অনেকে জন্মদিন পালন করেন কেক কেটে কিন্তু আমি মনে করি আল্লাহ আমাকে যেদিন দুনিয়াতে পাঠিয়েছেন সে-দিনটি ইবাদত ও মানুষের দোয়া পাওয়ার পন্থানুসরণে পালন করতে পারলেই আমার জন্ম স্বার্থক হবে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...