Thursday, May 14, 2020

দৃশ্যটি দেখে নিজের অজান্তেই চোখের কোনায় জল এসে গেলো


আজকের সংবাদডেস্কঃ ফেসবুকে ঢুকতেই এই দৃশ্যটি চোখে আটকে গেলো, দৃশ্যটি দেখে নিজের অজান্তেই চোখের কোনায় জল এসে গেলো, কি নিষ্ঠুর নির্দয় এই পৃথিবীর মানুষ গুলো,
হয়তোবা খাঁটিয়া না পেয়ে এই ভাবেই লাশটিকে বাঁশে ঝুলিয়ে দাফনের জন্য নেওয়া হচ্ছে,পাড়াপ্রতিবেশির কথা বাদই দিলাম,কিন্তু তার পরিবার,মা-বাবা,ভাই,বোন তারা কোথায়??
হয়তো তারাও ভাইরাসের ভয়ে লাশটি দাফন করতে আসেনি,ভাইরাস ছড়ানোর ভয়ে হয়তো গ্রামবাসী খাঁটিয়াও দেয়নি,হাসরের ময়দানের কঠিন মুহূর্তের কথা আমরা কুরআন হাদিসের বাণীতে শুনেছি, কিন্তু করোনা না আসলে জানতেই পারতাম না যে এই পৃথিবীতে আসলেই কেউ কারো আপন নয়।
ঘটনাটি ঠিক কোথায় ঘটছে তা আমার বোধগম্য নয়, কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যটি ভাইরাল হয়ে যায়,আসলে আমি লেখার ভাষা হারিয়ে ফেলেছি, তবুও বলবো তার তুলনায় আমাদের সোনারগাঁবাসী অনেক ভালো আছে,আমরা সাংবাদিক হয়েও স্বেচ্ছাসেবীর কাজে নিয়োজিত হয়ে পরপর তিন তিনটা লাশ দাফনে সংযুক্ত ছিলাম, সোনারগাঁ বাসীর প্রতি আহ্বান আল্লাহ না করুক যদি এমন কারো মৃত্যু হয় তাহলে আমরা সাংবাদিকরা স্বেচ্ছাসেবী হয়ে এগিয়ে এসেছি ও আসবো, ইনশাআল্লাহ


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...