Monday, May 4, 2020

ইফতারের পর বেঁদে পল্লীতে ত্রাণ সহায়তা নিয়ে--ইউএনও


ইফতারের পর বেঁদে পল্লীতে ত্রাণ সহায়তা নিয়ে--ইউএনও





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর চেঙ্গাইন এলাকার বেদে পল্লীতে খাবার বিতরণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম ।





সোমবার সন্ধ্যায় ইফতারের পর স্বেচ্ছাসেবী নিয়ে উপজেলার কাঁচপুর চেংগাইনে এলাকায় বেঁদে পল্লীতে হঠাৎ হাজির হয়ে খাবার বিতরণ করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম





ইফতারের পর তিনি বেদে পল্লীতে উপস্থিত হয়ে তাদের সরদারকে ডেকে পুরো বেদে পল্লী ঘুরে বেদেদের জীবন আচরণ সরজমিনে দেখেন। তারপর শিশুদের পড়ালেখা ও চিকিৎসা সেবার ব্যবস্থা সম্পর্কে জানতে খোঁজ খবর নেন।





এসময় বেদেগন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলামকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেন। তিনি সেখানে বেশ কিছুখন সময় অতিবাহিত করেন এবং ২৫ টি পরিবারের জন্য খাদ্য সহায়তাসহ সাবান,মাস্ক ইত্যাদি প্রদান করেন।





এসময় বেদে সরদার দ্বীন ইসলাম বলেন “সাহেব আমাগো খবর নিয়েছেন,খাওন দিয়েছেন আমরা খুব খুশি”আল্লাহ ওনার সহায় হওক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই যে আমাগো মাঝে এমন ভালো একজন ইউএনও অফিসার তিনি নিয়োগ দান করেছেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম বলেন,সরকার বদ্ধ পরিকর এইসব গোষ্ঠীর সহায়তা প্রদান ও জীবনমান উন্নয়নে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...