Wednesday, May 13, 2020

সোনারগাঁয়ে আরও ১০ করোনা রোগী সনাক্ত


সোনারগাঁয়ে আজ আরও ১০ করোনা রোগী সনাক্ত





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আরোও ১০জন করোনা রোগী সনাক্ত হয়েছে।





বুধবার রাতে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা এ বিষয়টি নিশ্চিত করেন।





পলাশ কুমার সাহা জানান,আজ বুধবার ১০ জনের করোনা রির্পোট পজেটিভ আসে এর মধ্যে মোগরাপাড়া ইউনিয়নেই ৬ জন।





করোনায় আক্রান্তের মধ্যে মোগরাপাড়া ইউনিয়নের
বাড়িচিনিশ এলাকায়- ২ জন মহিলা, ৩ জন পুরুষ  ও শিশু বাচ্চা ছেলে -১জন,(২ বছরের)।
কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বটতলা এলাকায় -১জন পুরুষ,ও ২জন মহিলা ও উপজেলার পৌরসভার গোয়ালদি এলাকায়-১জন পুরুষ।





সোনারগাঁয়ে বুধবার পর্যন্ত ১০ জনসহ মোট আক্রান্তর সংখ্যা বেড়ে দাড়াল ৬৯ জন। এরমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন এবং সুস্থ-১৫জন।





এদিকে সেচ্ছাসেবী সাংবাদিকরা ও সেচ্ছাসেবীরা একে একে করোনায় আক্রান্ত যারা হয়েছেন তাদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন,তাদের বাড়ীতে সেচ্ছাসেবীরা নিয়মিত খাদ্য উপহার সামগ্রীর পৌঁছে দিচ্ছেন।





উল্লেখ্য প্রথম থেকেই এই সেচ্ছাসেবী সাংবাদিকর ও সেচ্ছাসেবীরাই করোনা উপসর্গ নিয়ে যে দুজন মারা গেছেন তাদের ও করোনা আক্রান্তের সন্দেহ হয়ে যারা মারা গেছেন তাদের ও দাফন সম্পর্ন করেছেন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...