Tuesday, April 14, 2020

করোনায় আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে, গুজবে কান দিবেন না- ইউএনও সাইদুল ইসলাম


করোনায় আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে, গুজবে কান দিবেন না- ইউএনও সাইদুল ইসলাম





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল(১৩এপ্রিল)এক কিশোর করোনা ভাইরাসে আক্রান্ত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে কুর্মিটোলা হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়েছে।





পহেলা বৈশাখ মঙ্গলবার(১৪ এপ্রিল)সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উপজেলার বৈদ্যেরবাজার ইউপির হাড়িয়া এলাকার কিশোর করোনা পজেটিভ নয় এমন গুজব ছড়িয়ে পরে।





গুজবের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ১৪ বছর বয়সী কিশোর উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। আইডিসিআর রিপোর্ট অনুযায়ী সে করোনা পজেটিভ এবং তাকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে রাখার কথা থাকলেও বর্তমানে সে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছে। আপনারা কেউ গুজবে কান দিবেন না।





উল্লেখ্য যে, সোনারগাঁ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার শাহা করোনায় আক্রান্তের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত কিশোর ভাটিবন্দর মাদ্রাসার একজন ছাত্র। গত কয়েক দিন ধরে সে জ্বরে ভুগছিলো। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইডিসিআর প্রেরন করা হয় এবং পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...