Wednesday, April 15, 2020

২৪ ঘন্টায় দুই করোনা রোগী সনাক্ত এ নিয়ে সোনারগাঁয়ে মোট-৩


২৪ ঘন্টায় দুই করোনা রোগী সনাক্ত এ নিয়ে সোনারগাঁয়ে মোট ৩ জন





আজকের সংবাদ ডেস্কঃ ২৪ ঘন্টায় দুই করোনা রোগী সনাক্ত এ নিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোট ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।





করোনায় আক্রান্ত সম্বন্ধে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর ইসলাম তিনি বলেন, উপজেলার পৌরসভার টিপরদী এলাকার মেঘনা ইকোনোমি জোনের শ্রমিক রাসেল (১৮) জ্বর ঠান্ডা ও কার্শিতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরিক্ষা করান। নমুনা পরিক্ষার করার পর,সন্ধ্যায় আইডিসিআর থেকে ফোন করে আমাদের তার করোনা সনাক্তের বিষয়টি অবহিত করে। বর্তমানে রাসেল ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাসেল যেখানে থাকতো সেই কোম্পানীর কোয়াটারটি লক ডাউন করা হয়েছে। আক্রান্ত রাসেলের বাড়ী ঢাকার দোহারে।





এর আগে সকালে কাঁচপুর বেহাকৈর এলাকার শহিদুল (৪৭) নামের এক শ্রমিক ও গত পরশু বৈদ্যেরবাজার হাড়িয়া এলাকায় আবু বকর (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র করোনায় আক্রান্ত হয়।এ নিয়ে সোনারগাঁয়ে মোট তিন জন করোনা ভাইরাস এর রোগী সনাক্ত করা হল।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...