Tuesday, April 28, 2020

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সোনারগাঁয়ের নয়াপুর হাটে খাজনা আদায়ের অভিযোগ


প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সোনারগাঁয়ের নয়াপুর হাটে খাজনা আদায়ের অভিযোগ





নিজস্ব প্রতিবেদক :  প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর হাটে প্রতিটি মাছের ভিট থেকে ১০০ টাকা এবং কাঁচামালের থেকে ৪০ টাকা করে খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।





ব্যবসায়ীরা জানায়, সম্প্রতি করোনাভাইরাসের প্রেক্ষাপটে প্রশাসনের পক্ষ থেকে নয়াপুর হাটে খাজনা আদায় করতে নিষেধ করা হলেও মঙ্গলবার আনোয়ার মুন্সী ও আমির প্রতিটি মাছের ভিট থেকে ১০০ টাকা এবং কাঁচামালের ভিট থেকে ৪০ টাকা করে খাজনা আদায় করেছে।





ব্যবসায়ীরা দুঃখ প্রকাশ করে বলেন, আজ বৃষ্টির কারণে এই নিচু স্থানে  পানি জমে যাওয়ায় আশানুরূপ বেচাকেনা হয়নি। তাই ব্যবসায়ীদের লোকসান হলেও খাজনার ব্যাপারে কেউ ছাড় পায়নি। তাই প্রশাসনের উচিত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া।





এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করার পরেও খাজনা আদায় করার বিষয়টি খুবই দুঃখজনক। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...