Monday, April 27, 2020

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চুন ফ্যাক্টরিটি চালু রাখায় ভ্রাম্যমাণ আদালতের সিলগালা ও ভাংচুর


সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চুন ফ্যাক্টরিটি চালু রাখায় ভ্রাম্যমাণ আদালতের সিলগালা ও ভাংচুর





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলারা পৌরসভা সিংহেরবাগ এলাকার দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাস চুরি করে লাখ লাখ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চুন ফ্যাক্টরিটি চালু রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চুন ফ্যাক্টরিটি ভাংচুর করেন।





আজ (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চুন ফ্যাক্টরিটি সিলগালা ও ভাংচুর করা হয়।





এসময় ফ্যাক্টরির মালিক বা কর্মকর্তা কর্মচারী কাউকে খুঁজে পাওয়া যায়নি। বাইরে থেকে তালাবদ্ধ করে ভিতরে গ্যাসের মাধ্যমে চুন উৎপাদনের কাজ করে আসছিলো।





উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠা চুন ফ্যাক্টরিটি সিলগালা ও ভাংচুর করে দেয়া হয়েছে যাতে করে পুনরায় আবার কাজ করতে না পারে। অবৈধ ফ্যাক্টরি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি সম্পন্ন করতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনকে সহযোগিতা করেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আশিক ইমরান, সোনারগাঁ ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল এবং পৌরসভার কর্মকর্তাবৃন্দ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...