Friday, April 3, 2020

বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত


Qবেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত





আজকের সংবাদ ডেস্কঃ বেসরকারি টেলিভিশন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন  ।





শুক্রবার(৩এপ্রিল)এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সিইও ও এডিটর ইন চিফ এম শামসুর রহমান।





তিনি জানান,করোনায় আক্রান্ত সংবাদিকের সংস্পর্শে আশা আরো ৪৭ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।





তিনি আরো জনান,দুদিন আগে আক্রান্ত সাংবাদিক ফোনে জানান তার করোনা আক্রান্তের উপর্সগ দেখা দিয়েছে,তাই তিনি অফিসে আসতে পারবেন না।





পরে আই ই ডিসি আরের হটলাইনে যোগাযোগ করেন এবং উনার স্যাম্পল নিয়ে টেস্ট শেষে রেজাল্ট আসার পর দেখা যায় তিনি করোনা পজেটিভ।চ্যানেলের পক্ষ থেকে তাকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে বলেও তিনি জানান।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...