Tuesday, April 21, 2020

সোনারগাঁয়ে এমপি খোকার উদ্যোগে খাদ্য উপহার সামগ্রী বিতরণ অব্যাহত


সোনারগাঁয়ে এমপি খোকার উদ্যোগে খাদ্য উপহার সামগ্রী বিতরণ অব্যাহত।                                               





তায়িন আহম্মেদ রাতুলঃকরোনা মোকাবিলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে পৌরসভা ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।





মঙ্গলবার(২১এপ্রিল)বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর খানকাশরিফ মাঠ থেকে এ খাদ্য সামগ্রী প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হয়।





নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান জয় এ উপহার সামগ্রী বিতরণ করেন।





এসময় হাজী জাবেদ রায়হান জয় পৌরসভার ৩/৪ নং ওয়ার্ডে পৌরসভা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ওমর ফারুক টিটুকে ও মোগরাপাড়া ইউনিয়নের ৩ ও ৫নং ওয়ার্ডের মানিক মেম্বার, সোহেল, শাহিন ও মজিবর এর কাছে কর্মহীন মানুষের জন্য এসব উপহার সামগ্রী তুলে দেন।





খাদ্য উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল,১ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবন, এক লিটার তেল।





এসময় হাজী জাবেদ রায়হান জয় বলেন করোনার প্রাদুর্ভাবে মানবতার কল্যাণে এমপি লিয়াকত হোসেন খোকার উদ্যোগে ও তার নিজস্ব অর্থায়নে এই উপহার সামগ্রী পর্যায়ক্রমে প্রতি‌টি ইউনিয়নে বিতরণ করা হবে।এই করোনা দুর্যোগ যতদিন থাকবে ততদিন খাদ্য সামগ্রীর অব্যাহত থাকবে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...