Monday, April 6, 2020

৫০টি অস্বচ্ছল পরিবারের ঘরের দোয়ারে খাদ্য সামগ্রী রেখে যান পানছড়ির অল নাইস গ্রুপ


৫০টি অস্বচ্ছল পরিবারের ঘরের দোয়ারে খাদ্য সামগ্রী রেখে যান পানছড়ির অল নাইস গ্রুপ





মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শিক্ষক সমাজ নিয়ে গড়ে উঠা অল নাইস গ্রুপের উদ্যোগে পানছড়ির ৫০টি অস্বচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতিটি ঘরের দোয়ারে দোয়ারে খাদ্য সামগ্রী রেখে যান অল নাইস পরিবার।





৬ এপ্রিল সোমবার সকাল ১০ টার দিকে তাদের এই সহযোগীতা মূলক কার্যক্রম সংগঠিত হয়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...