Tuesday, April 14, 2020

মধ্যবিত্ত পরিবারের মাঝে এমপি খোকার উপহার পৌঁছে দিলেন জাবেদ


মধ্যবিত্ত পরিবারের মাঝে এমপি খোকার উপহার পৌঁছে দিলেন জাবেদ।





তায়িন আহম্মেদ রাতুলঃনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ীচিনিস, মাজিপাড়া ও হাবীবপুর এলাকায় কর্মহীন মধ্যবিত্ত পরিবারের মাঝে এমপি লিয়াকত হোসেন খোকার উদ্যোগে উপহার সামগ্রী পৌঁছে দিলেন নারায়ণগন্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ জাহান জয়।





মঙ্গলবার(১৪এপ্রিল)রাতে এই তিনটি ওয়ার্ডে গিয়ে নিজ হাতে এমপি খোকার উপহার সামগ্রী পৌঁছে তিনি।





এসময় হাজী জাবেদ জাহান জয় বলেন,মরণব্যাধি নভেল করোনা ভাইরাস এর কারণে বিভিন্ন ইউনিয়নে সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে যে ত্রাণ আসে তাতে চাহিদা মিটচ্ছে নাবিদায়।এমপি লিয়াকত হোসেন খোকার নিজস্ব তহবিল থেকে এ উপহার সামগ্রী দেয়া হচ্ছে। তবুও চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছি। কারণ করোনা ভাইরাসের জন্য দিনে দিনে আরও ভয়াবহ অবস্থা হচ্ছে। তিনি আরো বলেন এমপি খোকার উদ্যোগে আমাদের এই উপহার সামগ্রী চলমান থাকবে ইনশাল্লাহ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...