Saturday, April 18, 2020

করোনা নিয়ে জনপ্রিয় শিল্পী কোনাল,কর্ণিয়া ও কিশোরের গান


করোনা নিয়ে জনপ্রিয় শিল্পী কোনাল,কর্ণিয়া ও কিশোরের গান





নজরুল ইসলাম শুভ: করোনাভাইরাস নিয়ে গান গেয়ে বাজিমাত করলেন দেশের জনপ্রিয় শিল্পী কোনাল, কর্ণিয়া এবং কিশোর। এই সময়ের জনপ্রিয় তিন শিল্পী কণ্ঠ দিয়েছেন করোনা সচেতনামূলক গানটিতে। চলচ্চিত্র প্রযোজনা ও আমদানি প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার আপকামিং অনলাইন টেলিভিশন ভয়েজ টিভির জন্য এই গান গেয়েছেন তারা। সাংবাদিক সুদীপ কুমার দীপের কথায় গানটি বোরবার ভয়েজ টিভির ফেজবুক পেজে বিকেল ৫টা থেকে পাওয়া যাবে। তাই ভিডিও-সহ করোনা ভাইরাস নিয়ে বাংলার জয় ও সচেতনার গল্প নিয়ে জনপ্রিয় শিল্পী কোনাল, কর্ণিয়া এবং কিশোরের বাজিমাত করা গানটি শুনতে সার্চ করুন ভয়েজ টিভির ফেসবুক পেজ Voice TV 24 এবং ইউটিউব চ্যানেল VOICETV24BD সার্চ করুন। চোখ রাখুন ভয়েজ টিভি আসছে শিগগিরই।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...