Thursday, April 2, 2020

পানছড়ির সাঁওতাল পাড়া ও কানুনগো পাড়ার প্রতিটি বাড়িতে বাড়িতে জীবাণুনামক স্প্রে করা হয়


পানছড়ির সাঁওতাল পাড়া ও কানুনগো পাড়ার প্রতিটি বাড়িতে বাড়িতে জীবাণুনামক স্প্রে করা হয়





মিঠুন সাহা খাগড়াছড়ি প্রতিনিধিঃ ৩ নং ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড মেম্বার মতিউর রহমানের উদ্যোগে পানছড়ি কানুনগো পাড়া ও বড় সাঁওতাল পাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা মূলক কার্যক্রমসহ ও জীবাণু নাশক স্প্রে করা হয়।





২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কানুনগো পাড়া ও বড় সাঁওতাল পাড়ায় প্রতিটি বাড়িতে বাড়িতে করোনা প্রতিরোধের জন্য সচেতনতা মূলক কার্যক্রম সম্পন্ন হয়।





এই সময় সহযোগিতা ছিলেন মিলন সাঁওতাল সহ এলাকার সাঁওতাল যুবসম্প্রদায়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...