Saturday, April 25, 2020

করোনা প্রতিরোধে দায়িত্ব পালনে নির্ভীক যোদ্ধা এক্সিকিউটিভ ম্যা.বি এম রুহুল আমিন রিমন


করোনা প্রতিরোধে দায়িত্ব পালনে নির্ভীক যোদ্ধা এক্সিকিউটিভ ম্যা.বি এম রুহুল আমিন রিমন





আজকের সংবাদ ডেস্কঃ কোভিড-১৯(করোনা) মহামারীতে জেলা প্রশাসন ঢাকা মেট্রোঃ সিটি এলাকার সামাজিক দূরত্ব এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ২৬ জন এক্সিকিউটিভ ম্যা. নিযুক্ত করেন।





বি.এম রুহুল আমিন রিমন মেট্রোঃ এর গুলশান এলাকার দায়িত্ব পান। দায়িত্ব পেয়েই তিনি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা প্রতিরোধে নির্ভীক যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিনে দায়িত্ব পালন করছেন তিনি।





তাঁর উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করে যাচ্ছেন।এ যেন দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত,করোনা ভয় কে পিছু ফেলে সর্বদা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গুলশান সার্কেলের অন্তভূক্ত ৬টি থানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন তিনি। গত ১১/০৪/২০২০ থেকে ২৬/০৪/২০২০ইং পর্যন্ত ১৭০ টি মামলার মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করেন তিনি।





এছাড়াও সিটি কর্পোরেশনের বাজারগুলোতে  সরকারের নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রয় করছে কিনা সেদিকে কঠোরভাবে তদারকি করে চলেছেন। ত্রাণ বিতরণসহ আইনশৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত প্রজাতন্ত্রের এক অনন্য কর্মকর্তা বি.এম রুহুল আমিন রিমন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...