Tuesday, March 17, 2020

বিয়ের জন্য পাত্রী দেখতে এসে করোনা রোগী সন্দেহে আটক।


বিয়ের জন্য পাত্রী দেখতে এসে করোনা রোগী সন্দেহে আটক।





তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা রোগী সন্দেহে জগনাথ নামের এক সিঙ্গাপুর প্রবাসীকে আটক করেছে এলাকাবাসী।





মঙ্গলবার(১৭মার্চ) সকালে উপজেলার মোগরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।সোনারগাঁ থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করেন।





আটককৃত যুবক কুমিল্লা দাউদকান্দি উপজেলার স্বপহাম গ্রামের হরিদাস মিয়ার ছেলে।





সোনারগাঁ থানা পুলিশ সুত্রে জানাযায়, কুমিল্লা জেলার দাউদকান্দি গ্রামের হরিদাস মিয়ার ছেলে জগনাথ গত ১মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে আসে।
মঙ্গলবার সকালে সে তার স্বজনদের নিয়ে পাত্রী দেখতে আসে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামে।
এসময় ভৈরবদী গ্রামের লোকজন সিঙ্গাপুর ফেরত শুনে করোনা রোগী সন্দেহে ওই যুবককে আটক করে রাখে।পরে সোনারগাঁ থানা পুলিশকে খবর পেলে পুলিশ যুবক কে তাদের হেফাজতে রাজধানী ঢাকার মহাখালীতে প্রেরন করেন।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন,বিদেশ ফেরত এক যুবক সোনারগাঁয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে আসলে এলাকাবাসী করোনা সন্দেহে পুলিশে খবর দেয়। পুলিশ ওই যুবককে ঢাকায় পরীক্ষার জন্য নিয়ে যায়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...