Saturday, March 14, 2020

সোনারগাঁয়ে গ্যাসের চুলার আগুন পুড়ে স্বামী-স্ত্রী দগ্ধ


সোনারগাঁয়ে গ্যাসের চুলার আগুন পুড়ে স্বামী-স্ত্রী দগ্ধ।





তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে গ্যাসের চুলার আগুন পুড়ে স্বামী-স্ত্রী দগ্ধ।





শনিবার(১৪মার্চ)ভোরে উপজেলার কাঁচপুর এলাকার একটি বাড়ীতে এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।





স্থানীয়এলাকাবাসী জানান,আগুনে দগ্ধ আশরাফুল মদনপুর এলাকায় একটি কারখানায় সিকিউরিটি গার্ড ও রুজিনা আদমজী গার্মেন্ট এ হেলপার হিসেবে চাকুরী করেন।তারা কাঁচপুর সোনাপুর এলাকায় একটি একতলা বাসায় ভাড়া থাকেন। ভোরে গৃহবধু রুজিনা রান্নাঘরে চুলায় ভাতের হাড়ি বসিয়ে বাথরুমে যায়, তখন তার স্বামী ঘুমিয়ে ছিলেন। ঠিক তখনি রুমে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর)বাচ্চু মিয়া জানান, আগুনে দগ্ধ আশরাফুলের শরীরে ৭৩ ও রুজিনার ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।তবে বাড়ীতে তারা দুজন ছাড়া অন্য কেহ ছিলনা। দগ্ধ আশরাফুল ও তার স্ত্রী রুজিনার বাড়ি রংপুর কোতোয়ালি থানা এলাকায়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...