Wednesday, February 19, 2020

ঐতিহাসিক আনন্দবাজার হাটের ইজারা আবারও পেয়েছেন বাসেদ মেম্বার


ঐতিহাসিক আনন্দবাজার হাটের ইজারা আবারও পেয়েছেন বাসেদ মেম্বার।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহাসিক আনন্দবাজার হাটের ইজারা আবারও পেয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার ও উপজেলা আওয়ামীলীগের নেতা বাসেদ।





বুধবার(১৯ফেব্রুয়ারী)বিকেলে এ হাট ঢাকে ৪৮ লাখ ২৮হাজার ৭৮৬ টাকায় তিনি আগামী ১ বছরের জন্য হাটটির ইজারা পান।
বাসেদ মেম্বার জানান,আনন্দবাজার হাটের বিগত ২৬ বছর যাবত ইজারাকালে ১৮বছর আমি ইজারা পেয়েছি। কিছু বছর খাস কালেকশন হয় ও বাকি বছর আমার প্রতিপক্ষ পায়। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাগন আমাকে বিগত বছরগুলোতে সুনামধন্য ইজারাদার হিসেবে সনদ প্রদান করেছেন।
এদিকে,ঐতিহাসিক আনন্দবাজার হাটটির দ্বিতীয় সর্বোচ্চ দর হাঁকিয়ে ছিলেন মোঃ ফুল মিয়া। যার পরিমান ছিলো ৪৭ লাখ ৫০ হাজার টাকা। তবে সর্বোচ্চ দামে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার ও উপজেলা আওয়ামীলীগের নেতা বাসেদ মেম্বার শেষ পর্যন্ত ইজারা বুঝে পান।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...