হাইওয়ে পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া গাড়ি ও মালামাল ১ঘন্টার মধ্যে উদ্ধার
আজকের সংবাদ ডেস্কঃ ঢাকা- সিলেট মহাসড়কের এশিয়ান হাইওয়ের বরাব থেকে চালককে ভয়ভীতি ও মারধর করে ডাকাতি হওয়া মাছ ব্যবসায়ীর পিক-আপ ভ্যান ও গাড়িতে থাকা মালামাল উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
রবিবার(১৬ফেব্রুয়ারী)ভোর ৩.৪৫ ঘটিকায় কাঁচপুর ইউনিয়নের বরাব এলাকা থেকে রুপগঞ্জ থেকে আসা একটি পিক-আপ ভ্যান মালামাল সহ ডাকাতি হওয়ার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মাত্র ১ঘন্টার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় তা কাঞ্চন ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। পিক-আপ ভ্যানের চালক নাম নীলকান্ত দাস বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পাহারপুর গ্রামের বাসিন্দা।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান,রাত আনুমানিক ৩:৪৫ মিনিট ঢাকা সিলেট মহাসড়কে বরাব বাস স্টেশন থেকে একটি পিক আপ যাহার রেজি নং ঢাকা-মেট্রো-ন- ২০- ১৬০৩ পিক-আপ প্রায় ২ লাখ টাকার মাছসহ ডাকাতদের কবলে পরলে সংবাদটি নিশ্চিত হয়ে গলফ-১১ টিমের ডিউটিরর অফিসার সার্জেন্ট বাহারুলকে সাথে নিয়ে দ্রুত তৎপরতা চালাই। পরবর্তীতে গাড়ির মাছসহ পিক-আপটি কাঞ্চন ব্রিজের ২০০ মিটার পূর্ব থেকে উদ্ধার করি। মাছ ও গাড়ি সহ মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান,এশিয়ান হাইওয়েতে আগের তুলনায় ডাকাতি ও ছিনতাই অনেক কমলেও এটা চিরতরে নির্মূল করা যাচ্ছে না।এসময় এশিয়ান হাইওয়ে ব্যবহারকারীদের সকলকে সচেতন হতে হওয়া এবং বিপদে পরলেই দ্রুত আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহবান জানান তিনি।
No comments:
Post a Comment