Tuesday, February 11, 2020

বন্দরে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার


বন্দরে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার





বন্দর(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা। 





সোমবার(১০ফেব্রুয়ারী)রাতে হড়িবাড়ি এলাকার পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধের নাম আলী আজম(৫৪)। তিনি হড়িবাড়ি গ্রামের মৃত হাসমত আলী ডাক্তারের ছেলে। নিখোঁজ ব্যক্তির লাশটি বন্দর ও ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরী দল পুকুরে তল্লাসীকালে বিষয়টি আশপাশে ছড়িয়ে পড়লে শতশত নারী পূরুষ পুকুর পাড়ে ভীর জমান। এ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে,অসুস্থ্য বৃদ্ধ আলী আজম সোমবার দুপুরের পর বাড়ি থেকে বের হন। সন্ধ্যা ঘনিয়ে আসলেও তিনি বাড়িতে ফিরেনি। এক পর্যায়ে প্রতিবেশী এক মহিলা পুকুর পাড় দিয়ে হেঁটে যেতে দেখেছেন।পরে পরিবারের লোকজন পুকুরে পড়ে গেছেন এ সন্দেহে প্রথমে জাল ফেলে খোঁজতে থাকেন।দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর রাতে থানা পুলিশকে অবগত করে।পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরীর দল পুকুরে তল্লাসী চালিয়ে ব্যর্থ হন। এরপর ঢাকা ফায়ার সার্ভিসের  ৩ সদস্য একটি ডুবুরীর দল তল্লাসী চালিয়ে রাত সাড়ে ১০ টার দিকে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। অসুস্থ্য বৃদ্ধ পানিতে পড়ে মারা গেছেন,এছাড়া পরিবারের  অন্যকোনো অভিযোগ না থাকায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকারের উপস্থিতে লাশ দাফন করার অনুমতি প্রদান করেন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...