ভট্রপুর মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ে ভাষা শহীদদের স্বরণে“রক্ত ঝরা একুশ” নামে দেয়ালিকার মোড়ক উন্মোচন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার ভট্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্তজাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্বরণে“রক্ত ঝরা একুশ” নামে একটি দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার(১৯ফেব্রুয়ারী)সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়ালিকাটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামে উৎসর্গ করেন।
কৃতি শিক্ষার্থীদের তৈরী “রক্ত ঝরা একুশ” দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করেন সোনারগাঁ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা। এ সময় ভট্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিআর বিলকিসসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভট্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পদ্মা শাখার কৃতী শিক্ষার্থী ফাহমিদা তৃপ্তি,আতিকা জান্নাতি, রুবায়েত রহমান তাইয়্যেবা,ফারিয়া তাহরিন রুপন্তি, মোশাফফা মাহিয়া ইন্তেহা,অভি,ছোয়া, সাফোয়ান ও জিহাদ তাদের নিপুন হাতের কারুকার্জে এ দেয়ালিকাটি তৈরী করে।
Great content! Super high-quality! Keep it up! :)
ReplyDelete