সোনারগাঁয়ে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্কঃ মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগন্জের সোনারগাঁ থানায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম(পিপিএম বার)।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন,সমাজকে শতভাগ মাদকমুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণির জনগনকে এগিয়ে আসতে হবে। মাদকের সাথে কোন আপোষ নেই,মাদকের সাথে আমার পুলিশ বাহিনীর কেউ জড়িত হলেওকোন ছাড় পাবে না।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(প্রসাশন)মোঃমনিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার(খ-সার্কেল)মোঃ খোরশেদ আলম,ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. সামসুল ইসলাম ভুইয়া,মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শিবলু,নয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সন্মানদী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁ থানার ওসি(তদন্ত)শরীফ আহমেদ,সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও সোনারগাঁ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।এছাড়াও আরও উপস্থিতি ছিলেন,সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার প্রধান, সাধারণ সম্পাদক এম ডি অনিক, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার,সাধারণ সম্পাদক আল আমিন তুষার,সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরনবী জনি,সাংবাদিক হাবিবুর রহমান,মাজহারুল ইসলাম,কামরুজ্জামান রানা,ইমরান হোসেন,নজরুল ইসলাম শুভ,এস এম মনিরসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলার মুক্তিযোদ্ধারা,বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যরাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment