Saturday, February 8, 2020

নব দিগন্ত গ্রুপের উদ্যোগে পালিত হলো করোনা ভাইরাস শীর্ষক 'সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরন' কর্মসূচী


নব দিগন্ত গ্রুপের উদ্যোগে পালিত হলো করোনা ভাইরাস শীর্ষক 'সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরন' কর্মসূচী।





আজকের সংবাদ ডেস্কঃ নব দিগন্ত গ্রুপের উদ্যোগে ও আনসার ভিডিপি ক্লাব কাশিপুর শাখার সহযোগিতায় পালিত হলো করোনা ভাইরাস শীর্ষক 'সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরন' কর্মসূচী। নগরীর গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে তারা করো মাইকিংসহ প্রায় এক হাজার পিস মাস্ক বিতরন করেন।
নাসিক ১৭নং ওয়ার্ড দলনেতা মোহাম্মদ নাহিদ বলেন, আমরা করোনা ভাইরাস সম্পর্কে চেষ্টা করেছি যেনো সকলে এ বিষয়ে সচেতন হয় এবং যথাযথ সতর্কতা যেন তারা গ্রহন করে।
কাশিপুর ইউনিয়ন দলনেতা মোঃ তাওলাদ হোসেন বলেন, করোনা ভাইরাস মূলত খুব দ্রুত সংক্রমিত হওয়ার মতো একটি রোগ। তাই আমরা এ ব্যপারে জনসাধারণ কে সচেতন সহ মাস্ক বিতরনের সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে আমাদের সকল স্বেচ্ছাসেবীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও লক্ষ্য করি।
এছাড়াও উপস্থিত ছিলেন,নব দিগন্ত এবং আনসার ও ভিডিপির সদস্য/সদস্যাসহ সকল স্বেচ্ছাসেবীবৃন্দ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...