Wednesday, January 8, 2020

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লোকজ উৎসবে দর্শনার্থীদের যান চলাচলের সুবিধার্থে ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনের অবৈধ স্থাপনা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে।





বুধবার (৮ জানুয়ারী) সকালে এ স্থাপনা উচ্ছেদ করা হয়। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আল মামুনের নেতৃত্বে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়।





উল্লেখ্য যে, আগামী ১৪ জানুয়ারি থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মেলা শুরু হতে যাচ্ছে। মেলায় আগত দর্শনার্থীদের যানজট মুক্ত রাখতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করে যান চলাচলের সুবিধা করে দেয়া হচ্ছে।





গত ৫ জানুয়ারি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মেলার মতবিনিময় সভায় বক্তারা যানজট নিরসনে উদ্যাগে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন। এসময় নারায়ণগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুর রহমান খাঁন উপস্থিত ছিলেন। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...