Thursday, January 9, 2020

সমাজসেবা অধিদপ্তর কে শ্রেষ্ঠ অধিদপ্তর ঘোষণা করায় সোনারগাঁয়ে আনন্দ র‌্যালি


সমাজসেবা অধিদপ্তর কে শ্রেষ্ঠ অধিদপ্তর ঘোষণা করায় সোনারগাঁয়ে আনন্দ র‌্যালি





আজকের সংবাদ ডেস্কঃ প্রধানমন্ত্রী কর্তৃক সমাজসেবা অধিদপ্তরকে“ডিজিটাল বাংলাদেশ শ্রেষ্ঠ অধিদপ্তর অ্যাওয়ার্ড”এ ভূষিত করায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ র‌্যালি করেছে সমাজসেবা কার্যালয়। তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আইসিটি খাতে অন্যান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই শ্রেষ্ঠ অধিদপ্তর অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়।





সমাজসেবা কার্যালয় সোনারগাঁ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।





র‌্যালির পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুর রহমান খাঁন।





তিনি বলেন,ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে গেছে মানুষের দ্বারপ্রান্তে। সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অবহেলিত মানুষকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।





সভায় আরও বক্তব্য রাখেন,সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আল-মামুন,সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর,প্রাণী সম্পদ কর্মকর্তা ইউসুফ হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপজেলা ইউডিএফ শাহানারা আঁচল,নারী নেতৃি আলেয়া আক্তারসহ সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগণ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...