Wednesday, January 29, 2020

মিজানুর রহমান আজহারী এবার আসছেন সোনারগাঁয়ে


মিজানুর রহমান আজহারী এবার আসছেন সোনারগাঁয়ে





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা মুছাপুর এলাকায় ওয়াজ মাহফিলের পর এবার সোনারগাঁ উপজেলা সনমান্দিতে ওয়াজ মাহফিলে অংশ নিতে আসছেন মিজানুর রহমান আজহারী।





আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে তিনি সনমান্দি ইউনিয়নের হামছাদি ও সনমান্দি চকের ধমবাড়ি এলাকা ওয়াজ মাহফিল অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন ওয়াজ মাহফিলের আয়োজকরা। অন্যদিকে মিজানুর রহমান আজহারী পক্ষ থেকে সোনারগাঁয়ে ওয়াজ মাহফিলে অংশ নেয়ার বিষয়টি এখনো নিশ্চিত ভাবে জানানো হয়নি।





উল্লেখ্য যে, ফেব্রয়ারী মাসের ২ তারিখে মিজানুর রহমান আজহারীর সোনারগাঁ আসার কথা থাকলেও এসএসসি পরিক্ষার কারনে ওয়াজ মাহফিল আয়োজক কর্তৃপক্ষ তারিখ পরিবর্তন করে ১৫ ফেব্রয়ারী করেন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...