Saturday, January 11, 2020

পানছড়িতে ২০ দিনব্যাপী শুরু হয়েছে বিজয় মেলা


পানছড়িতে বিশ দিনব্যাপী শুরু হয়েছে বিজয় মেলা





মিঠুন সাহা (পানছড়ি) খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলা গতবছরের ন্যায় এবারও ২০ দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।





এই মেলাকে ঘিরে বসে শিশু কিশোরদের বিভিন্ন বিনোদনের মাধ্যমে।এখানে তিলের টুপি,বাদামের টুপি নারকেল চিরা, চনামনা টেঙ ইত্যাদি কক্সবাজারের বিভাগ বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়।





চট্টগ্রামের এক ব্যবসায়ী মোঃইয়ার হোসেন বলেন এখানে উন্নত মানের বিভিন্ন খাওয়ার সামগ্রী পাওয়া যায়।বিজয় মেলা উপলক্ষে আমরা সুলভ মূল্যে ক্রেতাদের কাছে এই জিনিস বিক্রি করে থাকি।





মেলা কমিটির পরিচালক নুর মুহাম্মদ বলেন:প্রতি বছরের মতো এইবারও আমরা পানছড়ি সকল জনগণকে একটু বিনোদনের ছোঁয়া দিতে ২০ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছি।শান্তি ও নিরাপত্তার সাথে এই বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে।আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে বিজয় মেলার আয়োজিত অনুষ্ঠান আনন্দের সাথে উপভোগ করবেন এই আশা রাখি।এইবারও আমরা ঢাকা থেকে ভালো মানের শিল্পী নিয়ে আসবো আপনাদের জন্য।পানছড়ির সকল জনগণকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।





গত বৃহস্পতিবার এই বিজয় মেলা শুরু হয়।চলবে আগামী জানুয়ারির ২৮ তারিখ পর্যন্ত।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...