সোনারগাঁয়ে কিশোরী অপহরণের অভিযোগে মামলা
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেয়ে অপহরণের অভিযোগ এনে মোহাম্মদ নবী হোসেন নামের এক বদখাটের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মেয়ের বাবা খোকন ভূঁইয়া নামের এক ব্যক্তি।
গতকাল শনিবার রাতে এ মামলাটি দায়ের করেন।
মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেন,গত শুক্রবার দুপুরে তার অপ্রাপ্ত মেয়ে সাইফ আক্তার নিপা (১৪) তার বান্ধবীদের সাথে উঠানে খেলা করছিল। এ সময় উপজেলার কাঠারোবো গ্রামের রুকু মিয়ার ছেলে নবীর হোসেন তার মেয়েকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখাইয়া রূপগঞ্জ থানার মুর্তজাবাড়ি দক্ষিণপাড়া রামু মিয়ার ভাড়াটিয়া বাড়িতে আটকে রেখে। এদিকে মেয়েকে না পেয়ে আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারে তার মেয়েকে নবী হোসেন রূপগঞ্জে একটি বাসা বাড়িতে আটকে রেখেছে। পরে স্বজনদের নিয়ে মেয়েকে ওই বাসা বাড়ি থেকে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে। এই ঘটনায় বাদী হয়ে শনিবার রাতে নবী হোসেনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান,অপহরনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।আসামী ধরতে পুলিশের বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।
No comments:
Post a Comment