Monday, December 2, 2019

জাকির হত্যার ঘটনায় যুবলীগের সভাপতি নবী হোসেনকে প্রধান আসামী করে মামলা


জাকির হত্যার ঘটনায় যুবলীগের সভাপতি নবী হোসেনকে প্রধান আসামী করে থানায় মামলা





আজকের সংবাদ ডেস্কঃ অবৈধ বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জাকির হোসেন নিহত হওয়ার ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে নিহত জাকির হোসেনের বড় ভাই মনির হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।





মামলার এজাহার সুত্রে জানাযায়,বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেনকে প্রধান আসামী করে ও ২২ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন।





উল্লেখ্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় অবৈধ বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে রোববার রাত সাড়ে ১০ টার দিকে নবী হোসেন ও আমির হোসেনের দুই গ্রুপের মধ্যে গোলা গুলি ও কোপাকুপি হয়।এসময় সংঘর্ষে জাকির হোসেন নিহত হন।
 
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,জাকির হোসেন হত্যার ঘটনায় নিহতের বড় ভাই মনির হোসেন বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে আরো ৮/৯ জনকে অজ্ঞাতনামা আসামী করে সোমবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান,নিহত জাকির হোসেন হত্যার সাথে জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...