Saturday, December 7, 2019

সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত


সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত।





আজকের সংবাদ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত।





শনিবার(৭ডিসেম্বর)ভোর সাড়ে পাঁচটার দিকে নারায়ণগন্জের সোনারগাঁয়ে এঘটনাটি ঘটে।নিহত চালকের নাম আল আমিন (৩০)।





কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান,মেঘনা থেকে ঢাকা যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাতনামা একটি গাড়ী পিছন দিক থেকে মাছবাহী পিকআপটি(ঢাকা মেট্রো-থ-১৫-০৩৬৯)কে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গাড়ীটি দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকআপ চালক আল আমিন মারাত্মক আহত হয়। ঘটনার পর পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকআপ চালক আল আমিনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এসময় মারাত্মক আহত পিকআপ চালক আল আমিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত আল আমিন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাড়ে পাঁচানী গ্রামের মৃত. আবুল হাশেমের ছেলে বলে জানা গেছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...