Tuesday, December 10, 2019

কুখ্যাত মাদক সম্রাট রানার সহযোগী ইলিয়াছ গ্রেফতার


কুখ্যাত মাদক সম্রাট রানার সহযোগী ইলিয়াছ গ্রেফতার।





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইলিয়াছ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ সোনারগাঁ থানা পুলিশ।





গতকাল সোমবার রাতে তাকে মোগরাপারা ইউনিয়নের কাপুর্দী এলাকা থেকে আটক করা হয়েছে।





সোনারগাঁ থানা পুলিশের এ এস আই নারায়ণ ভৌমিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান স্যারের নির্দেশে ও এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে আমি এবং এসআই নাজমুলসহ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাপুর্দী গ্রামের আলেক মিয়ার ছেলে ইলিয়াছ (২৮)কে ১০ পিছ ইয়াবাসহ আটক করি। এসময় ইয়াবা মুলহোতা রানা ও তার সহযোগী সানি সুকৌশলে পালিয়ে যায়।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে,তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...