Saturday, December 14, 2019

র‌্যাব-১১র অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতি গ্রেফতার


র‌্যাব-১১র অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতি গ্রেফতার





আজকের সংবাদ ডেস্কঃ র‌্যাব-১১র অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ মোঃসোহেল কাজী (৩১) ও তার স্ত্রী সাবাহ আফরিন (২০)নামে এক দম্পতি গ্রেফতার।





শুক্রবার( ১৩ ডিসেম্বর)নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেক পোষ্টে তল্লাসীকালে তাদের গ্রেফতার করা হয় হয়েছে,এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।





আটকৃতরা হলেন,চাঁদুপুর ফরিদগঞ্জের পূর্ব কাউনিয়া এলাকার মোঃসোহেল কাজী (৩১) ও তার স্ত্রী সাবাহ আফরিন (২০)।
র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, আটকৃত স্বামী-স্ত্রী দুজনেই দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জসহ আশপাশের জেলাতে মাদক সরবারহ করে আসছিলো। মাদক বিক্রিই তাদের একমাত্র পেশা। তারা উবার গাড়ি ব্যবহার করে এবং নিজেদের স্বামী স্ত্রী’র পরিচয় কে পুঁজি করে কক্সবাজার এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ, ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন।
এব্যপারে তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...