Saturday, November 2, 2019

সোনারগাঁয়ে জাতীয় সমবায় দিবস পালন


আজকের সংবাদ ডেস্কঃ ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।





শনিবার(২রা নভেম্বর)সকাল ১১ টায় সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।





আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। তিনি বলেন,বর্তমান মহাজোট সরকার উন্নয়ণের সরকার।বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ণ’ আমি এই প্রতিপাদ্যকে মনে প্রানে বিশ্বাস করে সমবায়ের মাধ্যমে সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে সার্বিক উন্নয়ণ করে যাচ্ছি। সমবায়ের মাধ্যমেই উদ্যোগ নিয়ে তৃণমূল পর্যায়ে দেশের উন্নয়ণ করা সহজতর হবে। দেশের উন্নয়নে সকলকে সাথে সাথে নিয়ে কাজ করে যেতে হবে।





এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা সমবায় কর্মকর্তা আনিসা খাতুন,উপজেলা ফ্যাসিলিটেটর অফিসার শাহানারা আঁচল,মহিলা কাউন্সিলর জায়েদা আক্তার মনি।





সোনারগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবেয়া খাতুন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...