Monday, November 4, 2019

সোনারগাঁয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্য


সোনারগাঁয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্য





রাকিবুল হাসানঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চান্দের পাড়া এলাকার মোঃ নাসির উদ্দিন এর একমাত্র কন্যা, নুর হাফসা নামের উনিশ মাসের এক শিশু পানিতে পড়ে মারা যায় বলে  জানায় স্থানীয়রা।





শিশু নুর হাফসা নানীর বাড়ী বেড়াতে গেলে বেলা ১১ টায় বাসার সামনে থাকা পুকুরে পড়ে তার মৃত্য হয়।
শিশু নুর হাফছার মৃত্যুতে এলাকায়,শোকের ছায়া নেমে এসেছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...