Tuesday, October 15, 2019

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আটক


সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আটক





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে ৯০০শত পিছ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আয়শা আক্তার ওরফে আশাকে আটক করেছে পুলিশ।





মঙ্গলবার গভীর রাত ৩টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।





আটক আয়শা আক্তার ওরফে আশা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নারায়ণপুর গ্রামের অলিউল আজিমের স্ত্রী।





সোনারগাঁ থানার এসআই রাজু মন্ডল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা চেকপোষ্ট এলাকা হতে চট্রগ্রাম থেকে মেহেরপুর গামী ঢাকা মেট্রো-ব- (১৫-১৩০৭) জে আর পরিবহনে তল্লাশী চালিয়ে আয়েশা ওরফে আশা নামের এক মাদক সম্রাজ্ঞীকে ৯শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটকৃত মাদক ব্যবসায়ী আয়েশা ওরফে আশা কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার নয়াপুর গ্রামের আলিউল আজিমের স্ত্রী। ধৃত নারী মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...