Thursday, October 3, 2019

প্রগতি মহিলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ.যৌতুক ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক


প্রগতি মহিলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ.যৌতুক ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক





আজকের সংবাদ ডেক্সঃ প্রগতি মহিলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সোনারগাঁয়ে বাল্য বিবাহ.যৌতুক ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।





বৃহস্পতিবার(৩ অক্টোবর)সকালে প্রগতি মহিলা সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে ও উপজেলা মহিলা অধিদপ্তর সহায়তায় লাহাপাড়া এলাকায় এ বৈঠকের আয়োজন করা হয়।





বৈঠকে বাল্যবিবাহ, যৌতুক ও শিশু নির্যাতন একটি ব্যাধি। এ ব্যাধি থেকে সবাইকে মুক্ত থাকতে হবে। এজন্য অভিভাবকদের সচেতনা জরুরী।









প্রগতি মহিলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলেয়া আক্তারের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, পল্লী সঞ্চয় ব্যাংক সোনারগাঁ শাখার ব্যবস্থাপক মোসাম্মদ মেহেরুন নেছা,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব তালুকদার,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোসাঃশাহানারা আচল,ইউআরসি’র ইন্সট্রাক্টর নাসরিন জাহান পপি,আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগামার ফাতেমা তুজ জান্নাত,উপজেলা সমবায় অফিসার আনিছা খাতুন,মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার,পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন,ছাত্রলীগের ছাত্রী বিষক সম্পাদিকা উর্মি,সুলতানা রাজিয়াসহ আরোও অনেকে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...