Sunday, October 20, 2019

বন্দরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


বন্দরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 





বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগন্জের বন্দরে মোঃ রনি  মিয়া (৩০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
গতকাল শনিবার গভীর রাতে বন্দর রেললাইন আকিজ সিমেন্ট কোম্পানী ট্র্রাক স্ট্যান্ডের সামনে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। রবিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী মোঃ রনি মারা গেছেন।নিহত রনি পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার গুল্লুর  মিয়ার বাড়ির ভাড়াটিয়া সালাউদ্দিন পলাশ ওরফে পলু মিয়ার ছেলে। পুরান বন্দর এলাকায় মায়ের দোয়া নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার।  





রনির পরিবারের বরাত দিয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন,শনিবার রাতে মদনপুর এলাকায়  কয়েল ডেলিভারি দিয়ে বাড়িতে ফিরছিলেন রনি মিয়া। এসময় বন্দর রেললাইন আকিজ সিমেন্ট কোম্পানী ট্র্রাক স্ট্যান্ডের সামনে পৌঁছালে  অজ্ঞাত নামা সন্ত্রাসীরা ব্যবসায়ী রনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। 
এসময় এক ইজিবাইক চালক রনিকে আহতবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে বন্দর রেললাইন এলাকায় নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন প্রথমে রনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি দেখা দিলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে ব্যবসায়ী রনি মারা যায় । 





নিহত ব্যবসায়ী রনির পিতা সালাউদ্দিন পলাশ জানান,আমার ছেলেকে কে বা কাহারা খুন করতে পারে। নিশ্চিত করে কিছু বলতে পারছি না।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...