Saturday, October 19, 2019

রুলার মেশিনে ওড়না ও চুল পেঁচিয়ে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু


রুলার মেশিনে ওড়না ও চুল পেঁচিয়ে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিতা আক্তার নামের এক গার্মেন্টস শ্রমিকের রুলার মেশিনে ওড়না ও চুল পেঁচিয়ে মৃত্যু হয়েছে ।





শুক্রবার(১৮অক্টোবর)সকালে উপজেলার মেঘনা শিল্প নগরী এলাকায় অবস্থিত এম এম গার্মেন্টেস এ ঘটনা ঘটে।
নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।
প্রতিদিনের ন্যায় উপজেলার মেঘনা শিল্প নগরী এলাকায় অবস্থিত এমএম গার্মেন্টেসে রিতা আক্তার রুলার মেশিনের হেলপার হিসেবে কাজ করছিল। এসময় অসাবধানতা বসত ওই শ্রমিকের শরীরের ওড়না রুলার মেশিনে ঢুকে গিয়ে তাকে মেশিন টেনে হিচরে নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত গার্মেন্টস শ্রমিক রিতা আক্তার রংপুর জেলার কাউনিয়া উপজেলার পঞ্চগর গ্রামের রিয়াজউদ্দিনের মেয়ে। স্ব-পরিবারে মেঘনা শিল্প নগরী এলাকায় বসবাস করতো সে। পুলিশ লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে।





সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) জুবায়ের মৃধা জানান,শ্রমিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার কোন মামলা করবে না মর্মে লাশ নিয়ে গেছেন।নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই গার্মেন্টেস কতৃপক্ষের বিরুদ্ধে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...