Sunday, September 22, 2019

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিংড়ার সন্তান ফয়সাল আহমেদের যোগদান


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিংড়ার সন্তান ফয়সাল আহমেদের যোগদান





এমডি সুমন পিকে সিংড়া নাটোর প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করলেন সিংড়ার সন্তান ফয়সাল আহমেদ





যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ( পরিসংখ্যান) প্রভাষক হিসেবে শনিবার যোগদান করেছেন ফয়সাল আহমেদ। তিনি নাটোরের সিংড়া উপজেলার বড়গাঁ গ্রামের শিক্ষক মো: মহাতাব আলীর পুত্র।
মাতা: ফিরোজা বেগম একজন গৃহিণী
তিনি বড়গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেনী পাশ করেন।





হাইস্কুল ও কলেজ: সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ থেকে -২০১০ সালে কৃতিত্বের সাথে এস.এস.সি জিপিএ-৫,২০১২ সালে এইচএসসিতে জিপিও  -৫  পেয়ে উত্তীর্ণ হোন। 





রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিভাগে বি. এস. সিতে  (৩.৮৪) প্রথম শ্রেনীতে ২য় হয়ে সাফল্যের সাথে (২০১২-২০১৬) উত্তীর্ণ হোন।





এম. এস. সি (৩.৯৪) তে তিনি প্রথম শ্রেনীতে ২য় হয়ে ( ২০১৭) সালে উত্তীর্ণ হোন।





পরে তিনি বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজ এ গবেষনা অফিসার ( পরিসংখ্যানবিদ) হিসেবে কর্মরত ছিলেন।





এছাড়া নাটোর জেলা ছাত্র কল্যান সমিতি,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন।





২০১৮ সালে ডিনস এওয়ার্ড পান, ২০১৭ সালে এনএসটি স্কলারশিপ পান।  ২০১৪ সালে পরিসংখ্যান বিভাগ,রাবিতে দাবায় চ্যাম্পিয়ন হোন।





২০১৭ সালে ইন্টারন্যাশনাল কন্ফারেন্সে বেস্ট পোস্টার এওয়ার্ড পান।
তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে যোগদান করায় বিভিন্ন ব্যক্তি অভিনন্দন জানিয়েছেন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...