Saturday, September 21, 2019

সড়ক দূর্ঘটনায় ৫ বছরের এক শিশুর করুণ মৃত্যু


সড়ক দূর্ঘটনায় ৫ বছরের এক শিশুর করুণ মৃত্যু





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে অটোগাড়ীর ধাক্কায় ৫ বছরের এক শিশুর করুণ মৃত্যু । উপজেলার সাদিপুর ইউনিয়নের গংগাপুর শিবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।





নিহত শিশু নুর মোহান্মদ(৫) গঙ্গাপুর শিবপুর এলাকার ইসমাইল মিয়ার ছেলে।





প্রত্যক্ষদর্শীরা জানায়,শনিবার সকাল ১১টার দিকে রাস্তা পারাপারের সময় বেপরোয়া একটি অটোগাড়ী নুর মোহাম্মদ কে ধাক্কা দিলে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে, পরে মারাত্নক আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কাচঁপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।





এদিকে দূর্ঘটনার পর থেকেই অটো গাড়ীর চালক বাইশটেকী এলাকার মোহাম্মদ আলীর ছেলে সুমন(২৫) পলাতক রয়েছে।





খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোনারগাঁ থানার এসআই মোক্তার হোসেন বলেন,একটি অটোগাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল থেকে শিশুর লাশ এবং অটোগাড়িটি উদ্ধার করেছি,মামলার প্রস্তুতি চলছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...