Thursday, September 5, 2019

পানছড়িতে শান্তির বেলুন উড়িয়ে মহাস্থবিরের ৫৫ তম জন্মদিন পালিত


পানছড়িতে শান্তির বেলুন উড়িয়ে মহাস্থবিরের ৫৫ তম জন্মদিন পালিত





মিঠুন সাহা(পানছড়ি)খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরে শান্তির বেলুন উড়িয়ে অধ্যক্ষ মহাস্থবিরের পঞ্চান্নতম(৫৫) জন্মদিন পালন করা হয়েছে।





বৃহস্পতিবার(০৫ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় সহস্রাধিক ভক্তবৃন্দদের মাঝে তিনি কেক কাটেন।





শাসন রক্ষিত মহাস্থবিরের জন্মদিন উপলক্ষ্যে বুদ্ধপূজা, সীবলী পূজা,বুদ্ধমূর্তি দান,সংঘ দান,অষ্টপরিষ্কার দান সহ হাজার প্রদীপ দান করা হয়।





পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির বুদ্ধের অমৃত বাণী সহ স্ব ধর্ম দেশনা দেন।





আয়োজিত অনুষ্ঠানে মুকুল চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শান্তিপুর অরণ্য কুটিরের উন্নয়ন কমিটির সভাপতি সমীর দত্ত চাকমা,পানছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...